Online এ ভর্তির সময় নিম্নলিখিত তথ্য সাথে থাকতে হবে।

০১। মূল নম্বরপত্র (একাডেমিক ট্রান্সক্রিপ্ট) অথবা এস.এস.সি. পরীক্ষার মূল প্রবেশ পত্র ও রেজিস্ট্রেশন কার্ড।
০২। মূল নম্বরপত্র / অনলাইন এ  প্রাপ্ত নম্বরপত্র এর ফটোকপি ০২ কপি।
০৩। প্রশংসাপত্রের ফটোকপি ০২ কপি।
        ০৪। শিক্ষার্থীর PP Size Photo (Softcopy) (300px × 300px) যা 300kb এর বেশি নয়। 
০৫। পাসপোর্ট সাইজের রঙিন ছবি ০২ কপি।
০৬। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ১ কপি করে।
০৭। কোটাতে ভর্তি ক্ষেত্রে কোটা সংশ্লিষ্ট কাগজপত্র। (মূলকপি দেখাতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে।)
০৮। ডিজিটাল জম্মসনদের ফটোকপি ০১ কপি।
০৯। ভর্তি ফি এর টাকা। 
১০। ভর্তির ফলাফলের সাথে প্রাপ্ত সিকিউরিটি কোড।

Online ভর্তির নিয়মাবলী :
# Better Performance এর জন্য Google Chrome ব্রাউজার ব্যবহার করুন।

Online ভর্তির ফরম পূরণের জন্য প্রতিষ্ঠানের  website: www.godagaricollege.gov.bd তে গিয়ে ‘Admission’ Menu Select করতে হবে। এর পর Class Eleven [BMT] Admission 2023-2024 এর Details বাটনে ক্লিক করতে হবে। এরপর বিস্তারিত তথ্য পড়ে Apply Now বাটনে ক্লিক করতে হবে। অথবা সরাসরি Apply Now বাটনে ক্লিক করুন।


Step One: এ পর্যায়ে SSC / Equivalent Roll দিলে শিক্ষার্থীর নাম দেখাবে, Mobile Number ইনপুট  দিলে Mobile এ পেমেন্ট সংক্রান্ত SMS যাবে। 

Step One পূরণ না করলে ভর্তি ফি পরিশোধ করা যাবে না।

ভর্তি ফি পরিশোধঃ-

Rocket (রকেট) এর মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে।

Rocket (রকেট) এর মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে।

DDBL Rocket Account থেকে ডায়াল *৩২২#
১. Bill Pay
১. Self (শিক্ষার্থীর নিজ অভিভাবকের নম্বর হতে ফি পরিশধের জন্য)
Or
২. Other (অন্য কারো নম্বর হতে ফি পরিশোধ করলে Other Select করার পরে শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর হবে।)
০. Other নির্বাচন করুন।
Enter Biller ID: এখানে Godagari Govt. College এর Biller ID 2790 বসাতে হবে।
Enter Bill No: এখানে SMS এ প্রাপ্ত SSC/Eqv. Roll টি বসাতে হবে।
Enter Amount: পরিশোধযোগ্য ভর্তি ফি এর পরিমাণ বসাতে হবে।
Rocket Account এর Pin দিন।
 
অথবা

Rocket App Open করুন

১ম ধাপ - বিল পে Option এ ক্লিক করুন।

২য় ধাপ - Search Biller Field এ 2790 লিখুন। Godagari Govt. College সিলেক্ট করুন।

৩য় ধাপ - শিক্ষার্থীর StudentID এর স্থানে SSC / Equivalent Roll ইনপুট করুন। Pay For এর স্থানে (ক) শিক্ষার্থী/অভিভাবক নিজে ফি পরিশোধ করলে Self  এবং (খ) অন্যের ফি পরিশোধ করলে Other সিলেক্ট করুন, শিক্ষার্থীর/অভিভাবক এর মোবাইল নম্বর ইনপুট করুন। এরপর VALIDATE এ ক্লিক করুন। এবার শিক্ষার্থীর নাম ও পরিশোধযোগ্য ভর্তি ফি এর পরিমাণ দেখা যাবে। যদি শিক্ষার্থীর নাম ও পরিশোধযোগ্য ভর্তি ফি এর পরিমাণ সঠিক থাকে তাহলে OK বাটনে ক্লিক করুন। রকেট এর Pin দিন এবং Payment সম্পূর্ণ করুন।

আপনার ভর্তি ফি পরিশোধ সফল হলে এ পর্যায়ে আপনি ফি পরিশোধের একটি Transaction ID পাবেন।

Step Two: এ পর্যায়ে  SSC / Equivalent Roll এবং Transaction ID ইনপুট করুন এরপর Submit বাটনে ক্লিক করুন, একটি Application Form পাবেন। ফরমে লাল তারকা (*) চিহ্নিত Field গুলি অবশ্যই পূরণ করতে হবে। ফরমটি যথাযথভাবে পূরণ করে Next বাটনে Click করলে পূরণকৃত তথ্যগুলি দেখতে পাবেন।

পূরণকৃত তথ্য পুনরায় পর্যবেক্ষণ পূর্বক Next বাটনে Click করতে হবে। কোন সংশোধন থাকলে Edit করে তারপর Next বাটনে Click করতে হবে। এরপর Submit  বাটনে ক্লিক করতে হবে।

Final Submit  করার পর কোন তথ্য সংশোধন করা যাবে না।

Submit করার পর Applicant Copy প্রিন্ট করুন এবং প্রতিষ্ঠানের নির্দেশনা মোতাবেক জমা দিন এবং আপনার ভর্তি নিশ্চিত করুন। 

পরবর্তীতে Applicant Copy প্রয়োজন হলে 'Applicant Copy' Menu তে ক্লিক করে SSC/Eqv. Roll এবং Transaction ID ইনপুট করে পুনরায় Applicant Copy সংগ্রহ করুন।