২০২৪-২০২৪ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তির নিয়মাবলী    


ভর্তি প্রক্রিয়া online এ সম্পন্ন হবে। ০২/০৭/২০২৫ খ্রি.তারিখ হতে  ভর্তি প্রক্রিয়া চালু হবে ।   

 অনলাইনে আবেদন ফরম পূরণের জন্য নিম্নলিখিত তথ্য সাথে থাকতে হবে ।    

০১ঃ একাডেমিক ট্রান্সক্রিপ্ট   (HSC এবং SSC)     

০২ঃ শিক্ষার্থীর PP Size Photo এর Softcopy  (300p ×300p)  যা 300KB এর বেশি নয়।        

০৩ঃ শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ/এন. আই. ডি।        

০৪ঃ এসএমএস  প্রদানের জন্য মোবাইল নম্বর        

০৫ঃ আবেদন ফি এর টাকা।        

Online এ ভর্তির নিয়মাবলী    

Online ফরম পূরণের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে www.godagaricollege.gov.bd গিয়ে  Admission মেনু তে ক্লিক করতে হবে। সেখানে ভর্তির নিয়মাবলীসহ  কয়েকটি ধাপ পাওয়া যাবে ।    


Apply Now :        

Apply Now এ ক্লিক করে Admission Roll দিতে হবে, তাহলে শিক্ষার্থীর নাম দেখা যাবে। এরপর একটি মোবাইল নাম্বার দিয়ে Submit করতে হবে।  মোবাইলে SMS এর এর মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে  Dutch Bangla Bank Mobile Banking Rocket  এর মাধ্যমে ভর্তি ফি পরিশোধ করতে হবে ।    

০১ DBBL Rocket Account থেকে ডায়াল *322# 

০১. Bill Pay 

০১. Self ( আবেদনকারী নিজ অভিভাবকের নম্বর হতে ফি পরিশোধের জন্য )

Or

2. Other (Agent বা অন্য কারো নম্বর হতে ফি পরিশোধ করলে  Other Select করার পরে আবেদনকারীর অভিভাবকের মোবাইল নম্বর দিতে হবে । )

Enter Biller ID

এখানে গোদাগাড়ী সরকারি কলেজ এর

Biller ID: 2790 বসাতে হবে ।

Enter Bill No: এখানে Admission Roll নম্বর বসাতে হবে।

Enter Amount : এসএমএস এর মাধ্যমে প্রাপ্ত Amount বসাতে হবে ।

RocketAccount এর  Pin দিন। 

ফি পরিশোধ সফলভাবে সম্পন্ন হলে ফিরতি এসএমএস এর মাধ্যমে TxnID পাওয়া যাবে ।যা দিয়ে পরবর্তী Step সম্পন্ন করতে হবে ।    


পরবর্তী Step:        

এ ক্ষেত্রে Admission Roll এবং SMS এ প্রাপ্ত TxnID দিয়ে Submit করতে হবে । এক্ষেত্রে একটি আবেদন ফরম পাওয়া যাবে । ফরম এ লালতারকাচিন্নিত Field গুলো অবশ্যই পূরণ করতে হবে ।ফরমটি যথাযথ ভাবে পূরণ করে Submit এ ক্লিক করতে হবে । কোন সংশোধন থাকলে Edit করার পর Submit এ ক্লিক করতে হবে । একবার Submit Confirm করলে কোন প্রকার সংশোধন পরিবর্তন করা যাবে না । Applicant Copy Download করে সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

 

Applicant Copy:        

এখানে Admission Roll এবং TxnID এর  মাধ্যমে  প্রবেশ করে Submt কৃত ফরমটি  Print করা যাবে।